Saturday, August 13, 2016

বৃষ্টি ও পাপবোধ ☺

বৃষ্টি ও পাপবোধ
         -হিমাদ্রি মোহন 
একটা বৃষ্টি বদলে দেবে সব 
তোলপাড় জাগবে
জাগবে সবাই --
অভিন্ন আকাশের নিচে
মৃত, অর্ধমৃত পাপবোধ 
ভেসে যাবে।

একটা বৃষ্টি চাই 
তোমার আমার অনাকাঙ্ক্ষিত মন্দ
ভাসিয়ে দেব বলে।


***আপনার রুচির সন্তুষ্টিই আমাদের সার্থকতা। পাশে থাকবেন।***

No comments: