Saturday, August 13, 2016

অকাল শ্রাবণ


"অকাল শ্রাবণ"

              -হিমাদ্রি মোহন 
মেঘলা আকাশ
অকাল শ্রাবণ 
অঝোর ধারায়
অবিরাম বর্ষণ!
জল থইথই মাঠ
মনের দরজা হাট।

নূপুরের রিনিঝিনি
তুমিই এলে জানি 
জানলেই বা কি হবে!
বৃষ্টি নেমেছে সবে

তপ্ত আদুর গায়ে
বৃষ্টি শীতল পায়ে
নেচে নেচে চলে যায় 
পুলকিত ইশারায়।

বৃষ্টির কাছে ঋণী
তুমি থাকবে সারাদিনই
আমার আউল বাউল মন
কেবল কাঁদে সর্বক্ষণ।

বিদ্যুৎ চমকায়
সম্বিৎ ফিরে পায়।
তুমি বৃষ্টি ধারায় থেকো 
আর আমায় মনে রেখো। 

মেঘ বৃষ্টির খেলা
আমার কাটে সারাবেলা
তুমি এসেই বলো যাই...... 
আমার ভাল্লাগেনা, ছাই!

আমার ছিলেকোঠার ছাদে
এ মন যে শুধুই কাঁদে
কান্না শেষে হাসি
তবে কি তোমায় ভালোবাসি!

No comments: