সফলতা বা SuccesS
সফলতা বা Success, যা সবাই অর্জন করে নিতে পারে না।এর পিছনে অনেক কারণ আছে কেউ পারে না নিজের অনীহার কারণে,কেউ পারে না তার নিজের আত্মবিশ্বাস এর অভাব এর কারণে আবার কেউ পারে না নিজের ডিপ্রেশন বা হতাশার কারণে।
তো যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সফল কেউ আপনা আপনি হয় না।তারজন্য প্রয়োজন হয় নিজের সর্বোচ্চ ইচ্ছাশক্তি,মনোবল, একননিষ্ঠতা,একাগ্রতা সব শেষে যেটা বেশী প্রয়োজন সেটা হলো অধ্যবসায়।আরো একটা জিনিষ প্রয়োজন সেটা হল অন্যকে(যারা জীবনযুদ্ধে সফলল) অনুসরণ করা কিন্তু তাকে অনুকরণ করে নয়।মনে রাখবেন, "সূর্যকে প্রণাম নয় তার আলো গায়ে মাখতে হবে"। মানব জীবনের সার্থকতা সেখানেই, যেখানে আপনি আপনার নিজের অবস্থানে সফল।সফল হতে নিজের ইচ্ছাশক্তির চেয়ে বেশী কোন কিছুই প্রভাবক হিসেবে কাজ করে না।আপনি লক্ষ্য করলে দেখবেন এই মহামানব জীবনে কেউ মুহূর্তে সফল হতে পারে নি।বরংবার চেষ্ঠার ফলই ওই ব্যাক্তিকে একটা নির্দিষ্ট সফল ফ্রেমে বন্ধী করেছে।নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান সফলতা অবধারিত।
সফলতা সম্পর্কে আর্ল নাইটিংগেল বলেছিলেন- "একটি যথার্থ উদ্দেশ্য
উত্তেরাত্তর উপলব্ধির নামই সফলতা"।
উৎসর্গীকরণে-
"আনন্দ মোহন"
সফলতা বা Success, যা সবাই অর্জন করে নিতে পারে না।এর পিছনে অনেক কারণ আছে কেউ পারে না নিজের অনীহার কারণে,কেউ পারে না তার নিজের আত্মবিশ্বাস এর অভাব এর কারণে আবার কেউ পারে না নিজের ডিপ্রেশন বা হতাশার কারণে।
তো যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সফল কেউ আপনা আপনি হয় না।তারজন্য প্রয়োজন হয় নিজের সর্বোচ্চ ইচ্ছাশক্তি,মনোবল, একননিষ্ঠতা,একাগ্রতা সব শেষে যেটা বেশী প্রয়োজন সেটা হলো অধ্যবসায়।আরো একটা জিনিষ প্রয়োজন সেটা হল অন্যকে(যারা জীবনযুদ্ধে সফলল) অনুসরণ করা কিন্তু তাকে অনুকরণ করে নয়।মনে রাখবেন, "সূর্যকে প্রণাম নয় তার আলো গায়ে মাখতে হবে"। মানব জীবনের সার্থকতা সেখানেই, যেখানে আপনি আপনার নিজের অবস্থানে সফল।সফল হতে নিজের ইচ্ছাশক্তির চেয়ে বেশী কোন কিছুই প্রভাবক হিসেবে কাজ করে না।আপনি লক্ষ্য করলে দেখবেন এই মহামানব জীবনে কেউ মুহূর্তে সফল হতে পারে নি।বরংবার চেষ্ঠার ফলই ওই ব্যাক্তিকে একটা নির্দিষ্ট সফল ফ্রেমে বন্ধী করেছে।নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান সফলতা অবধারিত।
সফলতা সম্পর্কে আর্ল নাইটিংগেল বলেছিলেন- "একটি যথার্থ উদ্দেশ্য
উত্তেরাত্তর উপলব্ধির নামই সফলতা"।
উৎসর্গীকরণে-
"আনন্দ মোহন"
No comments:
Post a Comment