Sunday, August 21, 2016

নদী

নদী
-আনন্দ মোহন

নদী, তুমি বহিয়া যাও আপন মনে
      রুধির ধারার মতন
     মানো নাকো কোন বাধা,সামনে যাহা পাও তাহা নিয়ে ছুটিয়া যাও আপন মনে।
তোমারি গর্ভে বিলীন হয়েছে যে কত জনপদ।
তার কোন ইয়ত্তা নেই
তবুও তুমি থামো না,বহিয়া যাও অনন্তকাল।

নদী, তোমারি ধ্বংস যজ্ঞের শিকার অগণিত সৃষ্টি
তবুও তুমি ছুটিয়া যাও আপন মনে।
কত মনুষ্যের কান্না তুমি দেখিয়াছ নীরবে নিভৃতে
তবুও তুমি থামো না,থামো না।

Thursday, August 18, 2016

মাইক্রোকম্পিউটার

মাইক্রোকম্পিউটার 
মাইক্রোপ্রসেসর একাকী কাজ করতে পারে না। মাইক্রোপ্রসেসর কি কাজ করবে, সে নির্দেশনা রাখার জন্য প্রোগ্রাম মেমোরি (ROM) দরকার হয়। আবার যে ডাটাকে বিশ্লেষণ করবে সে ডাটা পাওয়ার জন্য মাইক্রোপ্রসেসরের সথে ডাটা মেমোরি (RAM) অথবা ইনপুট ডিভাইস যুক্ত থাকা আবশ্যক। সর্বশেষ বিশ্লেষণকৃত ডাটা সরবরাহ করতে মাইক্রোপ্রসেসরের সথে আউটপুট ডিভাইস সংযুক্ত থাকতে হবে।
এভাবে মাইক্রোপ্রসেসর দিয়ে কাজ করার পরিবেশ তৈরি করার জন্য এর সাথে মেমোরি, ইনপুট ও আউটপুট ডিভাইস সংযোগ করলে যে সিস্টেম তৈরি হয়, সেটাকে বলা হয় মাইক্রোকম্পিউটার।
মাইক্রোকম্পিউটারের মৌলিক অংশ হল ৪ টি।
ক) ইনপুট ডিভাইস
খ) মাইক্রোপ্রসেসর
গ) মেমোরি
ঘ) আউটপুট ডিভাইস
তবে এগুলো ছাড়াও মাইক্রোকম্পিউটারের সাথে A/D কনভার্টার, টাইমার/কাউন্টার, D/A কনভার্টার ইত্যাদি বিভিন্ন অংশ যুক্ত থাকতে পারে।
ছবিতে, মাইক্রোকম্পিউটার Diagram

মাইক্রোপ্রসেসর

মাইক্রোপ্রসেসর  হল রেজিস্টার (Register) দিয়ে তৈরি programmable ইলেক্ট্রনিক ডিভাইস, যেটি ব্যবহারকারী কর্তৃক মেমোরিতে লোড করা নির্দেশনা অনুযায়ি input ডিজিটাল ডাটাকে বিশ্লেষণ (গাণিতিক অথবা লজিকাল বিশ্লেষণ) করে ফলাফল প্রদান করে।
,
ছবিতে মাইক্রোপ্রসেসর

Wednesday, August 17, 2016

মাইক্রোকন্ট্রোলার (Microcontroller)

মাইক্রোকন্ট্রোলার (Microcontroller)
, একে বলা হয়
কম্পিউটার IC (Integrated Circuit) অর্থাৎ একটি IC এর
ভেতরে কম্পিউটার (Computer in a single chip).
কম্পিউটারের অভ্যন্তরে যেমন মাইক্রোপ্রসেসর,
RAM, ROM, serial port, I/O port, timer/counter ইত্যাদি থাকে।
তেমনি মাইক্রোকন্ট্রোলারের ভিতরেও এ সব কিছুই
থাকে। কম্পিউটার দিয়ে আপনি যেমন অনেক জটিল জটিল
সমস্যা নিমেষেই সমাধান করে ফেলতে পারেন, তেমনি
মাইক্রোকন্ট্রোলার দিয়ে আপনি অনেক জটিল জটিল
ইলেক্ট্রনিক প্রোজেক্ট তৈরি করে ফেলতে পারবেন
সহজেই। মাইক্রোকন্ট্রোলার (Microcontroller)
সম্পর্কে জানা থাকলে রবোটিক্স, অটোমেশন,
কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম ইত্যাদি যে কোন
বিষয়ক প্রোজেক্টকে আপনার কাছে ছেলে খেলাই
মনে হবে।

মাইক্রোকন্ট্রোলারেরের ফিচার গুলো হলঃ

১। ইনপুট আউটপুট কন্ট্রোলার
২। এনালগ টু ডিজিটাল কনভার্টার (এ,ডি,সি)
৩। টাইমার
৪। কাউন্টার
৫। পি,ডাবলিও, এম
৬। ইউ, এস, এ, আর, টি
৭। টিএক্স, আরএক্স

★★★সাথেই থাকুন,মাইক্রোকন্ট্রোলার নিয়ে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব★★★

"সফলতা"

সফলতা বা SuccesS

সফলতা বা Success, যা সবাই অর্জন করে নিতে পারে না।এর পিছনে অনেক কারণ আছে কেউ পারে না নিজের অনীহার কারণে,কেউ পারে না তার নিজের আত্মবিশ্বাস এর অভাব এর কারণে আবার কেউ পারে না নিজের ডিপ্রেশন বা হতাশার কারণে।

তো যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সফল কেউ আপনা আপনি হয় না।তারজন্য প্রয়োজন হয় নিজের সর্বোচ্চ ইচ্ছাশক্তি,মনোবল, একননিষ্ঠতা,একাগ্রতা সব শেষে যেটা বেশী প্রয়োজন সেটা হলো অধ্যবসায়।আরো একটা জিনিষ প্রয়োজন সেটা হল অন্যকে(যারা জীবনযুদ্ধে সফলল) অনুসরণ করা কিন্তু তাকে অনুকরণ করে নয়।মনে রাখবেন, "সূর্যকে প্রণাম নয় তার আলো গায়ে মাখতে হবে"।  মানব জীবনের সার্থকতা সেখানেই, যেখানে আপনি আপনার নিজের অবস্থানে সফল।সফল হতে নিজের ইচ্ছাশক্তির চেয়ে বেশী কোন কিছুই প্রভাবক হিসেবে কাজ করে না।আপনি লক্ষ্য করলে দেখবেন এই মহামানব জীবনে কেউ মুহূর্তে সফল হতে পারে নি।বরংবার চেষ্ঠার ফলই ওই ব্যাক্তিকে একটা নির্দিষ্ট সফল ফ্রেমে বন্ধী করেছে।নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান সফলতা অবধারিত।

সফলতা সম্পর্কে আর্ল নাইটিংগেল বলেছিলেন- "একটি যথার্থ উদ্দেশ্য
উত্তেরাত্তর উপলব্ধির নামই সফলতা"।
                          উৎসর্গীকরণে-
                                 "আনন্দ মোহন"