হিমাদ্রি মোহনের দুনিয়ায় আপনাকে আন্তরিকভাবে অভিবাদন (একটি বাংলা ব্লগ প্রকাশনা)
গোধূলি →মোহন
এখানে গোধূলি নামে পশ্চিমের আকাশে, পাখিরা নীড়ে ফিরে কলরব শব্দকরে।
রাখাল ছেলে বাড়ি ফিরে বেণু বাজিয়ে, ধেনু নিয়ে। জীবনের টানে আজ চলছে হাটুরে হিসেবের খাতা নিয়ে। এখানে রাত্রি নামায় চাঁদ মামা হেসে।
Post a Comment
No comments:
Post a Comment