Sunday, September 18, 2016

বাস্তবিক বাস্তবতা

বাস্তবিক বাস্তবতা

মোবাইল যেমন আপডেট নেয় । তেমন মানুষও আপডেট নেয় । সময়ে সময়ে মানুষের ভেতরে আপডেট আসে ...

তুমি যদি ভাবো, ক্লাস টুতে পড়া ছাত্রীটা সেই আগের মতনই তোমাকে স্যার স্যার বলে দৌড়ে আসবে... সেটা ভুল!

তুমি যদি ভাবো, হাই স্কুলের বন্ধুগুলো যেমন ছিল অনেক বছর পরে দেখা হলেও দেখবে ঠিক তেমন আছে... সেটা ভুল!

তুমি যদি ভাবো তোমার প্রতি খুব পাগল হওয়া মেয়েটা বিয়ের অনেক বছর পরেও তোমাকে দেখে ঠিক আগের মতন চাহনি দিবে... সেটা ভুল!

তুমি হয়ত ভেবে বসে আছ, ৫ বছর আগের মানুষটা! যে মানুষটা যেমন ছিল, বিদেশ থেকে ফিরে ৫ বছর পর সেই মানুষটা ঠিক আগের মতন আছে সেটা কিন্তু ভুল...

তুমি এমন আশা করলে ধাক্কা খাবে! আমাদের একটা জীবনে অনেকগুলো জীবন লুকিয়ে থাকে... একটা ফুল, তার অনেক গুলো পাপড়ি । হয়ত কিছু পাপড়ি সুন্দর, কিছু পোকায় খাওয়া!

এক জীবনে অনেক জীবন বলতে ধরো, স্কুল জীবন, ভার্সিটি জীবন, মেস জীবন, চাকরী জীবন, প্রেম জীবন বলেও একটা ব্যাপার আছে আবার আছে সংসার জীবন, প্রবাস জীবন আছে...

একেক জীবনে মানুষগুলো একেক রকম হয়ে যায়, পরিবেশ তাকে বানিয়ে দেয়! তার ভেতরে চেঞ্জ আসে... তার চোখে মুখে কথায়, আচরণে ভাবনায়...

তবু কিছু কিছু মোবাইলের কোন আপডেট আসে না । তিন বছর আগেও যা, তিন বছর পরেও তা...

এরকম কিছু মানুষ আছে, যাদের সবাই ব্যাকডেটেড বলে! এরা বোকা! এরা সব সময় ভাবে সব কিছু বুঝি আগের মতন আছে...

সেই তো বুদ্ধিমান মানুষ, যে সময় এবং পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়, সামনের দরজাটা বন্ধ হয়ে গেলে চেষ্টা করে অন্য একটা দরজা খুঁজে বের করতে...

দরজা না পেলে, জানালা ভেঙ্গে বের হয়ে যায় । বিপদ থেকে... দুঃসময় থেকে... বাজে পরিস্থিতি থেকে...

সব কিছু আগের মতন আছে ভেবে বসে বসে বোকার স্বর্গে বাস করা কাজের কথা না... পৃথিবীর মতন ছুটে চলাটাই জীবন... আনন্দময় জীবন!


--- আনন্দ মোহন
"বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম"

No comments: