বৃষ্টির দিনে
-মোহন
বর্ষার দিনে বৃষ্টিতে,
আজ তোমায় মনে পড়ে।
ঝুম বৃষ্টির শব্দে মনে পড়ে তোমায়,
বাদল ধারায় কার ইশারায়;
মোর প্রাণে আজি দোলা লাগে।।
বৃষ্টি শেষে,জানালায় বসে
নিজেকে আজ একলা লাগে।
তোমা বিনে,একলা বসে
গগন পানে চেয়ে
আজ নিজেকে একলা লাগে।।
||১৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ||