Tuesday, February 12, 2019

একেলা বসন্ত

একেলা বসন্ত
                     আনন্দ মোহন


গড়িয়ে গেলো কতো বসন্ত
রক্তিম কুঞ্জে হেঁটে চলি তোমার প্রতীক্ষায়
বনজুঁই এর ঘ্রাণ ছিটিয়ে মনে
চেয়ে আছি আজো তোমার পথপানে।


মনমাঝারে দখিনা বাতাসে
উদাসী বিকেলে অজানা শিহরণে
নেশা নেশা ভালোবাসায়
তোমাকে আজো খুঁজে বেড়াই।।


                                                >>পহেলা ফাল্গুন বিলাপ<<