একেলা বসন্ত
আনন্দ মোহন
গড়িয়ে গেলো কতো বসন্ত
রক্তিম কুঞ্জে হেঁটে চলি তোমার প্রতীক্ষায়
বনজুঁই এর ঘ্রাণ ছিটিয়ে মনে
চেয়ে আছি আজো তোমার পথপানে।
মনমাঝারে দখিনা বাতাসে
উদাসী বিকেলে অজানা শিহরণে
নেশা নেশা ভালোবাসায়
তোমাকে আজো খুঁজে বেড়াই।।
>>পহেলা ফাল্গুন বিলাপ<<